বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহসিন রাজু , বগুড়া থেকে : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ৫শ’ থেকে ৭শ’৫০ শয্যায় উন্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য ইতোমধ্যে হাসপাতাল ভবন উর্ধমুখি সম্প্রসারনের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ভৌগলিক অবস্থান ও কিছু বাস্তব কারণে ৫শ’ শয্যার শজিমেক হাসপাতালে প্রতিদিন গড়ে ১২শ’ রোগী ভর্তি হয়ে থাকে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে নোংরা পরিবেশে পড়ে থাকতে হয় রোগীদের। দীর্ঘদিন থেকে স্থানীয় জনগণ এবং চিকিৎসকরা এই হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিল। স্থানীয় জনদাবি ও বাস্তব চাহিদার নিরিখে বগুড়া শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক নেতৃবৃন্দের প্রচেষ্টার ফসল হিসেবেই এটিকে ৭শ’ ৫০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়ায় এই অগ্রগতি সাধিত হল। এ ব্যাপারে শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নির্মলেন্দু চৌধুরী জানান, শয্যা সংখ্যা বাড়ানো হবে কিনা তিনি তা’ কনফার্ম নন, তবে হাসপাতাল ৫ তলা থেকে ৭ তলায় উন্নীত হবে। তবে এটি উর্ধমূখি সম্প্রসারণ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে ৭শ’ ৫০ অথবা ১ হাজার শয্যায় রুপান্তর করা সম্ভব হতে পারে। উর্ধমুখি সম্প্রসারনের জন্য অবকাঠামোর নকশা অনুমোদনের জন্য স্থাপত্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ বাকি উল্লাহ এ প্রসঙ্গে বলেন, হাসপাতাল ভবন উর্ধমুখি সম্প্রসারনের টেন্ডার আহŸান ও ড্রপিং শেষ হয়েছে ১৫ তারিখে। ডিসেম্বরের মাসের মধ্যেই দরপত্র খোলা হবে। প্রকল্পের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। অন্যদিকে প্রকল্পটি শেষ হলে ৫শ’ থেকে ৭শ’৫০ শয্যায় উনীœত করার কাজ সহজতর হবে বলে জানান জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল। তিনি আরও বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধি হলে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান আরও উন্নত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।