Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার ক্ষমতায় টিকে থাকতে মরণকামড় দিচ্ছে -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বর্তমান সরকারের অস্তিত্ব এখন সঙ্কটাপন্ন হওয়ায় ক্ষমতায় টিকে থাকতে মরণকামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের অস্তিত্ব এখন এতোটাই সংকটাপন্ন যে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের জনগণসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর মরণকামড় দিতে শুরু করেছে। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া এখন খুবই জরুরি হয়ে পড়েছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষীপুরের বাসভবনে হামলার ঘটনায় গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত সোমবার রাতে এ্যানী’র লক্ষীপুরের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে গিয়ে লালমনিরহাট জেলা বিএনপি’র বিজয় র‌্যালিতে হামলা চালায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় বিএনপি’র অনেক নেতাকর্মী আহত হয়। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্যি যে, উল্টো জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশে আইনের শাসন না থাকার কারণে এবং অপরাধ সংঘটনের পর সরকারি দলের সন্ত্রাসীদের বিচার না হওয়ায় তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাত্রা এখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে এখন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপরই কেবল বাঁধা দেয়া হচ্ছে না, বরং যেকোন জাতীয় দিবসের অনুষ্ঠানসূচির ওপরও ন্যাক্কারজনক হামলা চালানো হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলা চালানো হলেও উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান শাসকগোষ্ঠী এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ