প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় মিডিয়া কো¤পানি এনওয়াই ড্রিমস প্রোডাকশন। এ প্রতিষ্ঠানটি গত পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশনে অনুষ্ঠানসহ বেশকিছু অনুষ্ঠান সরবরাহ করছে। এবার বাংলাদেশে নিয়মিত নাটক, টেলিফিল্ম ও সিনেমা নির্মাণ করবে এ প্রতিষ্ঠানটি। এ সপ্তাহে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রোডাকশন হাউসের বিষয়ে বিস্তারিত জানান এর কর্ণধার ফাহিম ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তার। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার ও অভিনেত্রী মৌসুমী। ফাহিম ফিরোজ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে মিউজিক ভিডিও, টিভিসি, ডকুমেন্টারি বা বিভিন্ন প্রোডাকশন নির্মাণ করছি। এখন থেকে বাংলাদেশেও এসব নির্মাণ করতে চাচ্ছি। প্রথমে একটি টেলিফিল্ম তৈরি করব। তারপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করব। এরপর ধাপে ধাপে আরো কাজ করব। নারগিস আক্তার বলেন, এই প্রোডাকশন হাউসকে সহযোগিতা করার জন্যই আমি পাশে দাঁড়িয়েছি। তারা দেশের বাইরে এতদিন কাজ করেছে এখন বাংলাদেশেও কাজ করবে, এটা আমাদের জন্য ভালো। আমাদের দেশের জন্য ভালো। আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো। আমি তার প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।