Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে সিরিজে জর্জ ক্লুনি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা জর্জ ক্লুনি চলচ্চিত্র নির্মাতা গ্র্যান্ট হেসলভ আর চিত্রনাট্যকার-প্রযোজক ম্যাট চারম্যানের সঙ্গে ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে একটি সীমিত পর্বের টিভি সিরিজ নির্মাণের জন্য কাজ করছেন। ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগে বাধ্য হন।
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ব্রিজ অফ স্পাইজ’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখে অস্কার লাভকারী হেসলভ আট পর্বের সিরিজটির কাহিনী লিখবেন। কুখ্যাত ঘটনাটিতে সংশ্লিষ্ট কয়েকজনকে ঘিরে এই সিরিজটি এগোবে।
ক্লুনি আর হেসলভ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। ক্লুনি সিরিজের কিছু অংশ পরিচালনাও করবেন। গত বছর এই সিরিজটির ব্যাপারে ঘোষণা দেয়া হয়।
১৯৭২ সালে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদর দপ্তরে আড়ি পাতার জন্য পাঁচজন গ্রেপ্তার হবার পর এই কেলেঙ্কারি প্রকাশ পায়। পরবর্তী তদন্তে হোয়াইট হাউস কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাতে রিপাবলিকান প্রেসিডেন্ট ১৯৭৪ সালে পদত্যাগে বাধ্য হন।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ