Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী-৫ এর এমপি দারাকে অবাঞ্ছিত ঘোষণা

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : বহুল আলোচিত রাজশাহীর দূগাপুরের এমপি আব্দুল ওয়াদুদ দারাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশ থেকে। বিজয় দিবস উপলক্ষে উপজেলার ঝালুকা ইউনিয়নে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি ও দূর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মুনসুর রহমান ও দূর্গাপুর উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক এবং পৌর মেয়র তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি তাজুল ইসলাম ফরুকসহ জেলা আ.লীগের সহ-সভাপতি মজিদ সরদার, রুস্তম আলী, মাসুদ ও ডাক্তার মনসুর আগামী এমপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশি। সভায় সভাপত্বি করেন দূর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবিরুল ইসলাম আনিস। তিনি তার বক্তব্যে এমপি দারাকে অবাঞ্ছিত ঘোষনা করে বলেন, দারা এমপি হবার পর এলাকার কোন উন্নয় হয়নি। প্রকৃত ত্যাগি নেতাদের কোন মূল্যায়ন হয়নি। তাই তার সঙ্গে আওয়ামীলীগ করা যাবেনা। আগামীতে তাকে মনোনয়ন দিলে কেউ মানবে না। মঞ্চের চার নেতার যে কাউকে মনোনয়ন দিলে সবাই মেনে নেবে। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা ওই সমাবেশে সবাই উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হওয়ার পর সেখানে তৃনমূল নেতাদের পক্ষ থেকে এমপি দারার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তারা এমপি আব্দুল ওয়াদুদ দারাকে মনোনয়ন না দেয়ার জন্য দাবি জানাতে থাকে। তারা বলেন বর্তমান এমপি বাদে যাকেই মনোনয়ন দেয়া হবে সবাই তাকেই মেনে নেবে। এরই ভিত্তিতে সভার সভাপতি সভা থেকে পুঠিয়া দূগাপুরে এমপি দারাকে অবাঞ্ছিত ঘোষনা করেন। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, এমপি দারার বিরুদ্ধে তৃনমূলের অনেক অভিযোগ। একমাত্র এমপি ছাড়া আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বর্তমান এমপিকে বাদ দিয়ে যাকেই মনোনয়ন দেবেন তাকেই আমরা বিজয়ী করে নিয়ে আসবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ