Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুরের প্রকৌশলীর মৃত্যু
ল²ীপুর সংবাদদাতা : সোমবার চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানির অনুষ্ঠানে রীমা কনভেনশন সেন্টারে নিহতদের একজন ল²ীপুর সদর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সত্যব্রত ভট্টাচার্য্য (৪০)। তিনি রাঙ্গামাটি জেলার দক্ষিণ কালিন্দিপুর গ্রামের অমরেন্দ্র ভট্টাচার্য্য এর পুত্র। সত্যব্রত ভট্টাচায্য এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী গৃহিনী বলে জানান তার সহকর্মীরা। সোমবার টিভি চ্যানেল ও বিভিন্ন অনলাইন ও সোস্যাল মিডিয়ায় প্রচারিত ছবি দেখে তাকে সনাক্ত করেন ল²ীপুরের তার সহকর্মীরা। পরবর্তীতে তারা তার বাড়িতে ফোন করে জানান। খবর পেয়ে আতœীয় স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে লাশ সনাক্ত করে লাশ শৎকারের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান। মঙ্গলবার ধর্মীয় রীতিতে তার লাশ নিজ বাড়িতে সৎকার করা হয়েছে বলে জানা যায়। উপ-সহকারি প্রকৌশলী সত্যব্রত ভট্টাচার্য্য এর অকাল মৃত্যুতে ল²ীপুর সদর উপজেলা এলজিইডি সহ উপজেলা পরিষদে শোকের ছায়া নেমে আসে। তার সহকর্মী অপর উপ-সহকারি প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, ২০০৯সাল থেকে একই কর্মস্থলে পাশাপাশি টেবিলে বসে একত্রে কাজ করেছি কিন্তু তার সাথে কখনো মতবিরোধ হয়নি। তিনি কাজের বাইরে অন্য বিষয় নিয়ে কম কথা বলতেন তাই তার পারিবারিক বিষয়ে কারো তেমন কিছু জানানেই।
এলজিইডির ঠিকাদার ও সদর উপজেলা বিআর ডিবির ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সত্যবাবু দাওয়াত খেতে খুভ পছন্দ করতেন। কখনো দাওয়াত করলে তিনি মিস করতেননা। সেই দাওয়াত প্রিয় লোকটি দাওয়াত খেতে গিয়েই আজ লাশ হলো। তার স্মৃতি ভুলার নয়। এ দিকে তার সৎকার অনুষ্ঠান চলায় তার পরিবারের সদস্যদের মঙ্গলবার শ্বশুরের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পরিবার পরিজন সম্পর্কে বিস্তারিত জানাযায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ