Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে সাতশ’ অসহায় শীতার্ত মানুষের মধ্যে আতোভুনার কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : শীতের প্রকোপ বাড়ছে। আর এ শীতে হত দরিদ্র অভাবী মানুষের জন্য জরুরী হয়ে পড়েছে শীতবস্ত্র। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ মুহূর্তে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর শীতের সময় বিভিন্ন সামাজিক সংস্থা এমনকি ব্যক্তি পর্যায়েও শীতার্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়। তেমনিভাবে এবারে শীতের প্রকোপ শুরু হতেই মানবিক দায়িত্ব থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার প্রাতভ্রমণকারিদের সংগঠন আমরা তোমাদের ভুলবনা (আতোভুনা)।
মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে গরিব অসহায় শীতার্ত মানুষের জন্য গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সাড়ে সাতশো কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে আমরা তোমাদের ভুলবনা নামের সংগঠনটি। ফটোসেশন বা কোনরকম প্রচারণা ছাড়াই সংগঠনের আড়াইশো সদস্যদের প্রত্যেকের মাধ্যমে তিনটি করে কম্বল নিজ এলাকার গরিব মানুষকে বিতরণ করা হচ্ছে। সদস্যরা নিজ এলাকার গরিব মানুষের খুঁজ নিয়ে তাদের ঘরে কম্বল পৌঁছে দিচ্ছে।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ জানান, অনেক গরিব অসহায় মানুষ আছেন যারা শীত নিবারণের একটি কম্বলের জন্য আশায় বসে আছেন। আমাদের সদস্যরা এধরণের পরিবারে কম্বল পৌঁছে দিচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকে এবারে সাড়ে সাতশো কম্বল দিচ্ছি। আগামীতে এটি দ্বিগুন পরিমানে দেয়ার চিন্তাভাবনা রয়েছে। আমরা মনে করি আমাদের আশেপাশে অসহায় শীতার্ত যারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্বও কর্তব্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ