Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় দিনব্যাপী আয়কর ক্যাম্প

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার কর অঞ্চল বগুড়ার সার্কেল-১৭ (সান্তাহার) এর আয়োজনে বণিক সমিতির কার্যালয়ে দিনব্যাপী আয়কর ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আয়কর ক্যাম্প পরিচালনা করেন সহকারি কর কমিশনার মোঃ মেহেদী মাসুদ পোদ্দার। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, বণিক সমিতির সভাপতি আলহাজ¦ সামছুদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন। ক্যাম্পে কর দাতাদের টিআইএন, রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন সহ স্পর্ট এ্যাসেসমেন্টের মাধ্যমে ৩২ জন কর দাতার নিকট থেকে প্রায় ৯৮ হাজার টাকা রাজস্ব অহরণ করা হয়। এ ছাড়াও আয়কর সম্পর্কে প্রায় দেড়শ জন কর দাতাদেক বিভিন্ন ভাবে সেবা প্রদান করা হয়। ক্যাম্পে আনুষ্ঠানিক ভাবে দাতাদের মাঝে আয়কর প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ