Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবপাচার রোধে তিন মন্ত্রণালয় একযোগে কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি বলেছেন, অভিবাসী কর্মীদের বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত ও মানবপাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় , পররাষ্ট্রমন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে। টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা ১০. ৭ অর্জনে বৈধ পথে অভিবাসী কর্মীদের গমন নিশ্চিত করতে হবে। গতকাল সকালে শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি একথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার , বায়রার সভাপতি বেনজীর আহমেদ, আইওএম এর ডেপুটি মিশন চীফ আব্দুস সাত্তার, ইউ এন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস শকো ইশিকাওয়া ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস । অনুষ্ঠানে দুই জন অভিবাসী কর্মী নারায়নগঞ্জের নার্গিস আক্তার জুই এবং পিরোজপুরের পরিমল বাদল তাদের বিদেশে অবস্থান, সাফল্য ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, বৈধভাবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। বিদেশ যাওয়ার সকল প্রক্রিয়ায় কর্মীদের সহায়তা দিতে হবে। অভিবাসী কর্মীদের ফেরার পথে ও যাওয়ার পথে হয়রানি না হয় তা’নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অবৈধ পন্থায় কর্মীরা বিদেশে গেলে দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হয়। সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে”। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিরাপদ অভিবাসন নিশ্চিত কল্পে বিশ্ব শ্রম বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অভিবাসী মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের অভিবাসী মেলায় ৪৫টি সরকারি, আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগি ও এনজিও, রিক্রুটিং এজেন্সীসমূহসহ অন্যান্য ৬০টি স্টল অংশগ্রহণ করেন। এর আগে সকাল ৮ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত একটি র‌্যালী অনুষ্টিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারে’র সভাপতিত্বে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চত করা সম্ভব’ বিষয়ক একটি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। পরে চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিবাসী মেলায় নির্বাচিত সেরা স্টলের পুরস্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ