বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : পৌষের শুরুতে দিনাজপুরে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার দিনভর দেখা যায়নি সূর্যের মুখ। তাপমাত্রা খুব বেশী নীচে নামলেও ঘন কুয়াশার চাদরে আকাশ ঢাকা পড়েছিল। আবহাওয়া বিভাগের মতে কুয়াশা কমলে শীতের তীব্রতা বেড়ে যাবে। গতকাল সোমবার দিনাজপুরে প্রচন্ড শীত আর কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বাড়ী থেকে বের হয়নি। রাস্তা-ঘাটে যান চলাচল ছিল তুলনামূলক কম। সারা দিন দেখা মেলেনি সূর্যের মুখ। শীতের তীব্রতায় দিন মজুরেরা কর্মহীন সময় পার করেন। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। দিনাজপুরের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আজিজুর রহমান জানান, দুপুর ৩টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯০ ডিগ্রি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।