বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ষ্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : আগামী ২৩ ডিসেম্বর নরসিংদী জেলায় প্রায় ৩ লাখ ১২ হাজার ৪০৪ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ছয়টি উপজেলায় মোট ২২ হাজার ৮১৮ টি কেন্দ্রের মাধ্যমে এই সেবা প্রদান করা হবে। গতকাল সোমবার নরসিংদী সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সুলতানা রাজিয়া এ তথ্য পরিবেশন করেছেন। কর্মশালায় সিভিল সার্জন জানিয়েছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু রোধকরন এবং ভিটামিন এ এর অভাব জনিত রাতকানা রোগের প্রার্দুভাব ১ শতাংশের নীচে নামিয়ে আনার প্রচেষ্টা সরকার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে। ইতোমধ্যেই দেশে রাতকানা রোগ, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার নরসিংদী প্রতিনিধি আবু তাহের, নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আবদুর রাজ্জাক, ডা. রফিকুল ইসলাম, ডা. জসীম উদ্দিন, ডা. আবু সাইদ ফারুক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।