Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কেশবপুরে ৯ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতা : আওয়ামীলীগ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়। আর সে কারণেই পদ্মা সেতু নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। পদ্মা সেতুর কারণেই খুলনা বিভাগের সকল জেলায় উন্নয়ন, এ অঞ্চলের কৃষিখাতসহ সকল সেক্টরে উন্নয়ন সম্ভব হবে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিপ-৩) অধীনে কেশবপুর পৌরসভায় প্রায় ৯ কোটি টাকার ১৩টি সড়ক ও ২টি ড্রেনের নির্মাণ সমাপ্তকরণ হওয়ায় জনসাধারণের চলাচলে উন্মুক্ত’র জন্য উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এসব কথা বলেন। গত ৪ বছরে এ সরকারের আমলে কেশবপুরে প্রায় সাড়ে ৩ শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে সড়ক উন্নয়ন হয়েছে বেশি। পৌর এলাকার আলতাপোল মেঝেকোদার মোড়ে মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকি বিপুল, শহীদুজ্জামান শহীদ, মফিজুর রহমান, আতিয়ার রহমানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ