Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ ডিসেম্বর চার লাখ শিশুকে ভিটামিন এ খাওয়াবে ডিএসসিসি

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় চার লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ২৩ ডিসেম্বর ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এদিন শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে কাছের টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেছে ডিএসসিসি। গতকাল সোমবার সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সভায় সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএসসিসির এক হাজার ৪৮৭টি কেন্দ্রে দুই হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ২৮৬ জন সুপারভাইজারের তত্ত¡াবধানে এই কর্মসূচি পালিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এই ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়েছে ডিএসসিসির ওই সভায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ