প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অজুহাতে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ইংরেজি নববর্ষের পার্টিতে বলিউড অভিনেত্রী সানি লিয়নের পারফর্মেন্স নিষিদ্ধ করেছেন।
পুলিশ কমিশনার টি. সুনীল কুমার বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব এড়াবার জন্য ৩১ ডিসেম্বরে সানি লিয়নের পারফর্মেন্সের জন্য যে অনুমতি চাওয়া হয়েছে তা আমরা না নামঞ্জুর করেছি।”
অনুষ্ঠানের আয়োজক টাইম ক্রিয়েশন্স অবশ্য এখনও অনুমতি চায়নি বলে জানিয়েছে। বেঙ্গালুরুর উপকণ্ঠে মান্যতা টেক পার্কে সানি লিয়ন আর ডিজে আল ওকে’র পারফর্ম করার কথা ছিল। পুলিশ প্রধান জানিয়েছেন সেই সময় পুরো মহানগরে নিরাপত্তায় পুলিশ সদস্যরা ব্যস্ত থাকবে বলে উল্লেখিত অনুষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দেয়া যাবে না।
গত শুক্রবার ৩৬ পছর বয়সী সাবেক পর্নো তারকাটির সম্ভাব্য পারফর্মেন্সের প্রতিবাদে কর্ণাটক রক্ষণ বেদিকের শতাধিক কর্মী মান্যতা টেক পার্কের কাছে বিক্ষোভ প্রদর্শন করেছে। জানা গেছে আয়োজকরা অনুমতি না নিয়েই এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে।
কানাডায় জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত সানির আসল নাম কারেনজিত কৌর বোরা। ২০১২ সালে হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।