Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ হজ পালন করতে গেলেন অনন্ত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছেন জনপ্রিয় নায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল। গত রোববার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি এ খবর জানান। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, আমি আজ ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছি। প্রথমে মদিনায় যাব। ওখানে তিন দিন থাকার পরে মক্কায় যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার হজ কবুল করেন ও সহজ করেন। তিনি বলেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া চাইবো এবং দেশের জন্য দোয়া চাইবো। আপনারা যেন ঈমান মজবুত রেখে কাজ করতে পারেন। সবাই সৎ পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামজ পড়–ন ও দেশের জন্য ভালো কাজ করুন। উল্লেখ্য, অনন্ত এখন ব্যবসা, পরিবার আর ধর্ম-কর্ম নিয়েই জীবনযাপন করছেন। এ বছরের শুরুতেও তিনি একবার ওমরা হজ পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ