Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচ্ছন্ন বাংলাদেশ-এর ফেসবুক পেজে চিরকুট-এর গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে প্রয়োজন, পরিচ্ছন্ন মনের মানুষ। গৌরব আর অহংকারের ৪৬তম এই বিজয় দিবসে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ নিয়ে এলো তাদের ক্যাম্পেইন থিম সং ‘মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিস্কার’। গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। দেশকে পরিচ্ছন্ন রাখার আহ্বান নিয়ে তৈরি করা হয়েছে থিম সংটি। লাখো ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের মাটিকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে গানে। বিজয় দিবসে ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ-এর ফেসবুক পেজ-এ থিম সংটি রিলিজ করা হয়েছে। চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, ‘প্রিয় মাতৃভূমিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহবানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত আমরা। আশা করছি, এই গান শুনে সবাই দেশ পরিস্কার রাখতে উদ্বুদ্ধ হবে এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ