Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল হাসপাতাল ডায়াবেটিক সমিতির সমঝোতা স্মারক

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত তারেক মেমোরিয়াল হাসপাতালটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্ত¡াবধানে পরিচালিত হবে। স্থানীয় জনগনকে অধিকতর ও সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দেশের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও তারেক মেমোরিয়াল হাসপাতালের মধ্যে গতকাল সোমবার দুপুরে এক সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারেক মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান, এফবিসিসিআই ও নর্থ সাউথ ইউনির্ভাসিটির সাবেক সভাপতি শিল্পপ্রতি আলহাজ্ব এম এ কাসেমের সভাপতিত্বে সুধি সমাবেশ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাঃ একে আজাদ খান, মহাসচিব ডাঃ এম এ সামাদ, ন্যাশনাল হেল্থ কেয়ার এর প্রধান নির্বাহী ডাঃ এম এ ছামাদ প্রমুখ। বক্তব্য রাখেন, ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট এসএম শহীদ উল্যাহ ও ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তারেক মেমোরিয়াল হাসপাতালের পাবলিক রিলেশান অফিসার লেঃ (অবঃ) নেপাল চন্দ্র নাথ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব এম এ কাসেম বলেন, অত্র এলাকার ডায়াবেটিক ও অন্যান্য জটিল রোগের রোগীদের এখন আর ঢাকা-চট্টগ্রামে যেতে হবেনা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিজেরাই সরাসরি তত্ত¡াবধান করবেন এ প্রতিষ্ঠানটি। আমার দৃঢ় বিশ্বাস রোগীর সেবায় এই প্রতিষ্ঠাটি প্রাইমারি, সেকেন্ডারী এবং টার্শিয়ারী সেবার মান বর্ধিত করে খুব শীঘ্রই এলাকায় ইতিবাচক সাড়া ফেলবে। আজ থেকে এ হাসপাতালটি তারেক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতাল নামে পরিচিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ