Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করতে হবে : ব্যবস্থাপনা পরিচালক

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তন ও আত্মনির্ভরশীলতা অর্জনে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করতে হবে। গত রোববার সন্ধ্যায় রাকাব রংপুরের পীরগঞ্জ শাখায় ঋণ আদায়ের লক্ষ্যে বিজয় মেলা-২০১৭ পরিদর্শনে এসে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক এ কথা বলেন। এ সময় রাকাব প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান, রাকাবের জোনাল ব্যবস্থাপক আশরাফ উদ্দিন, জোনাল নিরীক্ষা কর্মকর্তা, আমিরুল ইসলামসহ স্থানীয় সুধীজন, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে রাকাবের পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন- পীরগঞ্জ সহকারী কমিশনার (ভুমি)- নাশিদ কায়সার, ইন্সপেক্টর (তদন্ত)- হারুন-অর-রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি- মোকসেদ আলী সরকার, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক- সুলতান আহম্মেদ সোনা, ব্যাংক কর্মকর্তা- মোফাসসের হাসান তালুকদার, মাহফুজার রহমান, আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান,জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ