Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে হাতপাখায় ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহŸান জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাস ও কালো টাকার মালিকদের বয়কট করে যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। সিটি নির্বাচনগুলোতে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের গডফাদারদের বয়কট করে আল্লাহভীরু ও আল্লাহওয়ালা একজন ক্লিন ইমেজের মানুষকে নির্বাচিত করলে উভয়জাহানে কামিয়াবী হবে। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে মানুষের কোন কল্যাণ নেই, সেই রাজনীতি কোন বিবেকবান মানুষ করতে পারে না। আর এখন রাজনীতিই মানে ভয়, আতঙ্ক, খুন ও গুম। এমতাবস্থায় এধরণের অপরাজনীতির কবল থেকে সকল দেশপ্রেমিক ঈমানদার জনতাকে বের হয়ে মানুষের কল্যাণে ব্রতী হতে হবে। আর এ জন্য প্রয়োজন সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করা।
রংপুর সিটি নির্বাচনসহ আসন্ন সকল নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবুকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ