Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

মধ্যস্বত্বভোগীরাই সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : মধ্যস্বত্বভোগীরাই সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। মধ্যস্বত্বভোগী গ্রæপ লিডারদের দৌরাত্ব রোধে সকল বৈধ হজ এজেন্সিকে একযোগে কাজ করতে হবে। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং হাজীদের নিশ্চিতকরণে সরকার ঘোষিত সর্বনি¤œ হজ প্যাকেজের পুরো টাকা জমা নিয়েই চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। ২০১৮ সনের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নয়া পল্টনস্থ একটি হোটেলে হাবের উদ্যোগে তিন দিনব্যাপী মতবিনিময় সভার সমাপনীতে গতকাল রোববার নেতৃবৃন্দ একথা বলেন। হাব এর সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া’র সভাপতিত্বে এবং হাব এর মহাসচিব এম. শাহাদাত হোসাইন তসলিমের পরিচালনায় মতবিনিময় সভায় হাব কার্যনির্বাহী কমিটি ও আঞ্চলিক কমিটি সদস্য ছাড়াও আটাব নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে মেয়র হজ কাফেল ট্যুরস এন্ড ট্রাভেলস এর-চেয়ারম্যান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর পিতা ফয়েজ আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিশেষ ভাবে দোয়া পরিচালনা করেন হাব এর সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সেলিম হোসেন আজাদী। মতবিনিময় সভায় হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব রোধ, হজযাত্রী থেকে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ প্রাপ্তি, প্রাক-নিবন্ধন বাতিলের ক্ষেত্রে প্রাক-নিবন্ধনকৃত এজেন্সীকে সার্ভিস চার্জ প্রদানসহ, নতুন হজ লাইসেন্স ইস্যু বন্ধকরণ ইত্যাদি বিষয়ের উপর হাব সদস্যবৃন্দ স্বত:স্ফুর্তভাবে লিখিত মতামত প্রদান করেন। শিগগিরই হাবের সাধারণ সভায় এসব মতামত উত্থাপন করা হবে। সভায় ২০১৭ এর হজে হাব এর বর্তমান মহাসচিব যে বলিষ্ঠ ও দক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন সদস্যবৃন্দ তার ভূয়সী প্রসংশা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ