Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১৫ দেশের ১৯ দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা পরিস্থিতি দেখতে পরিদর্শনে এসেছেন ১৫টি দেশের ১৯ জন দূত। গতকাল দুপুর দেড় টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। এসময় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বøক ঘুরে দেখেন এবং নির্যাতিত কিছু রোহিঙ্গাদের সাথে কথা বলেন। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে এরা বাংলাদেশ সফরে এসেছেন বলে জানা গেছে। দেশগুলো হচ্ছে বসনিয়া-হারজেগোবিনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্পোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, গানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ফিজি। তাদের সাথে এসেছন, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উপ-হাইকমিশনার রাকিবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সাথে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা বসেন। আলোচনা কালে জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা স্বাস্থ্যসেবা, খাদ্য বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, সেনিটেসন, নিউট্রিশনসহ, বিভিন্ন বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রদূতদের। তারা এসব অগ্রগতি সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারে প্রতি ধন্যবাদ জানান। পরে দুপুর দেড় টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বøক ঘুরে দেখেন এবং নির্যাতিত কিছু রোহিঙ্গাদের সাথে তারা কথা বলেন। উল্লেখ্য গত ২৩ নভেম্বর সম্পাদিত চুক্তি মতে দুই মাসের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের ফেরানোর কাজ পুরোপুরি শুরু করার ‘বাধ্যবাধকতা’ রয়েছে। ওদিকে আরাকানে (রাখাইনে) রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও তাদের দোসরদের বর্বর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় পার্লামেন্ট। সেখানে মিয়ানমার জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ