বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার মহম্মাদপুর উপজেলায় এক দম্পত্তিকে অপহরণ চাদা দাবির অভিযোগে আটক ৩ যুবককে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। এরা হচ্ছে মহম্মাদপুর উপজেলার রাজাপুর এলাকার সন্ত্রাসী বলে পরিচিত মুরাদ শেখ ও তার অপর ২ সহযোগী ইকবাল ও সোহাগ। পুলিশ জানায়, উপজেলার নিত্যনন্দপুর এলাকার মৃত মতিয়ার মোল্লার ছেলে মান্না মিয়া তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য সাতৈর বাজার থেকে মোটর সাইকেল ভাড়া করে। তারা মহম্মাদপুর মধুমতি সেতুর কাছে আসলে ২ টি মোটর সাইকেলে কয়েকজন যুবক তাদের পথ রোধ করে টেনে হেছড়ে পাশের কলা বাগানে নিয়ে ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দিলে খুন করা হবে বলে জানায়। এ সময় তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের মারধর করা হয়। এক পর্যায়ে মান্না তার ভাই জিন্নাকে বিষয়টি জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে। জিন্নাহ ঘটনা মহম্মাদপুর পুলিশকে অবহিত করলে পুলিশ পরামর্শ দিয়ে জিন্নাহকে টাকা দিয়ে পাঠায়। জিন্নাহ টাকা নিয়ে ঘটনাস্থলে গেলে মুরাদ মোটর সাইকেল নিয়ে টাকা নিতে আসলে ওৎ পেতে থাকা পুলিশ মুরাদকে হাতে নাতে এবং তার স্বীকারোক্তি মোতাবেক পাশের কলা বাগান থেকে ইকবাল ও সোহাগকে আটক করে। এসময় অপহৃত দম্পত্তিকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জিন্নাহ বাদি হয়ে ৭ জনকে আসামী করে মহম্মাদপুর থানায় মামলা দায়ের করেছে। আসামীদের আদালতে পাঠালে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।