Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা ট্রাম্পের মোটা মাথার সিদ্ধান্ত -আল্লামা সাইয়্যেদ কামালু্্্দ্দিন জাফরী

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও জামেয়া কাসেমিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পদমর্যাদার সাথে সংগতিপূর্ণ নয়। তার এই ঘোষণাটি হয়তো মোটা মাথার সিদ্ধান্ত নতুবা ইহুদীদের প্রতি তার দুর্বলতার বহি:প্রকাশ। যা তিনি গায়ের জোরে ঘোষণা করেছেন। জর্জওয়াশিংটন থেকে শুরু করে বারাক ওবামা পর্যন্ত আমেরিকার কোন প্রেসিডেন্টই এই ধরনের স্থ’ুল, অদূরদর্শী অবাস্তব সিদ্ধান্ত দিতে পারেননি। এমন কি কট্রর মুসিলম বিদ্বেষী হিসেবে পরিচিত জর্জ বুশ এবং জুনিয়র বুশও এই সিদ্ধান্ত দিতে পারেননি। দুনিয়ার কোন গণতান্ত্রিক দেশ ও দেশের মানুষ ট্রাম্পের এই ঘোষণাকে মেনে নেয়নি, নিবে না। অবাস্তব সিদ্ধান্ত হিসেবে যদি ট্রাম্পের এই ঘোষণা যদি বাস্তবায়িত না হতে পারে তবে সেটা হবে আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকাবাসীদের জন্য লজ্জাস্কর ও বেদনাদায়ক ঘটনা। তিনি গতকাল রোববার সকালে নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদরাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনের প্রস্তুতি মূলক সমাবেশে সভাপতির ভাষণে এ কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ