Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের এক অসহায় মায়ের আর্তনাদ সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে এক পরিবহন বাসের হেলপারকে পিটিয়ে হত্যার অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন অসহায় মা মর্জিনা বেগম। এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের লাবলু নামে এক হেলপার সাউদিয়া পরিবহনে কাজ করত। গত ১৫ অক্টোবর সকাল ১১টায় গাড়ীর মনিটর চুরির মিথ্যা অপবাদে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে ঘুমন্ত অবস্থায় বাস থেকে নামিয়ে এনে ঐ গাড়ীর ড্রাইভার হাসান ও কন্ট্রাকটর আজমূল মোল্যা ও অজ্ঞাতনামা একজন লাবলুকে লোহার রড ও হাতুরি দিয়ে শতাধিক লোকের সামনে এলোপাথারীভাবে মারপিট করিয়া জখম করে। দুই-তিন ঘন্টা অমানুষিক নির্যাতনের পর লাবলুর চিৎকারে স্থানীয় লোকজন লাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে দুই দফায় লাবলুর চিকিৎসা করালেও তার শরীরের কোন উন্নতি হয়নি। ইতিমধ্যে গত ১১ ডিসেম্বর বিকাল ৫ ঘটিকার সময় লাবলু ফের অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যাবার পথে লাবলু মারা যায়। লাবলুর মা মর্জিনা বেগম বিষয়টি থানায় অবগত করলে থানা পুলিশ লাবলুর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মর্জিনা বেগম জানান, তার ঘুমন্ত ছেলে লাবলুকে বাসের ভিতর থেকে ডেকে এনে নতুন বাসস্ট্যান্ডে রাস্তার উপর ফেলে অমানুষিক নির্যাতন করে ড্রাইভার হাসান ও কন্ট্রাকটর আজমুল মোল্যা। যার ফলে লাবলু মারা যায়। লাবলুর খুনিদের বিচারের দাবীতে মর্জিনা বেগম কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর দাবী লাবলুকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাসির প্রতিবেদককে জানান, মর্জিনা বেগমের অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ