Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বাহিনী প্রধান ভারত ও রাশিয়ার যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দু’দেশের সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর ৪০ জন বীর যোদ্ধাকে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার গতকাল রোববার বিএএফ ফ্যালকন হলে সংবর্ধনা প্রদান করেন। অন্যদিকে ওই দু’দেশের ৩০ জন বীর যোদ্ধা গতকাল নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ঢাকার বনানীস্থ নৌ সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল জেবিএস যাদব (অবঃ) এবং রাশিয়ান দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন (অবঃ) স্ট্যানিসলাভ গরাবাচেভ। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারত ও রাশিয়ার ডিফেন্স এ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ সদরের উধর্¡তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান বাহিনী প্রধান একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সংবর্ধনাকালে বিমান বাহিনী প্রধান ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদেরকে স্মারক উপহার দেন। তাদের পক্ষ থেকেও বিমান বাহিনী প্রধানকে স্মারক উপহার প্রদান করা হয়। উল্লেখ্য যে, ভারত ও রাশিয়ার প্রতিনিধি দলটি মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফরকালে তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ