Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ডায়বেটিস রোগীদের প্রথম জাতীয় ডিজিটাল নিবন্ধন

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশে প্রথমবারের মত সূচনা হলো জাতীয় ডিজিটাল ডায়াবেটিস রোগীর নিবন্ধন পদ্বতি। এতে করে ডায়াবেটিসের সঙ্গে দিনযাপন করা রোগীর জন্য গুনগত সেবা নিশ্চিত করা যাবে নিবন্ধিত তথ্য উপাত্ত ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যেমে। শুধু তাই নয়, মানুষ সচেতন হবে ডায়াবেটিস রোগ সম্পর্কেও। নভো নরডিস্কেও সহযোগিতায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস) ও তাদের শাখা ও সহযোগী প্রতিষ্ঠানগুলো। এই যুগান্তকারী কাজটি সম্পাদন করতে গতকাল বাডাসের সভাপতি অধ্যাপক একে আজাদ খান ও নভো নরডিস্কের এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিক কিয়ার এক চুক্তি স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, এরইমধ্যে এসডিজি অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে জাতিসংঘ অন্যান্য অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিসকে স্বীকৃতি দিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগের কারণে অকাল মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এসব দিক মাথায় রেখেই ডায়াবেটিস নিয়ন্ত্রনে নভো নরডিস্ক ও বাডাস যৌথভাবে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বিষয়টি উল্লেখ করে নভো নরডিস্ক এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠী বলেন,‘আমরা চেঞ্জিং ডায়াবেটিস ব্যারোমিটার, শিশুদের ডায়াবেটিস পরিবর্তন ও নানা ধরনের সামাজিক সচেতনতামূলক কাজ করছি (চেঞ্জিং ডায়বেটিস ইন চিলড্রেন) । আমাদের সঙ্গে ডায়াবেটিস পরিবর্তনের শূভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আমরা বিশ্বাস করি, আমাদের সম্মিলিত চেষ্টাই পারে ডায়াবেটিসের মতো রোগ রুখতে।’
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বাংলাদেশে এখন প্রায় ৬.৯ মিলিয়ন ডায়াবেটিস রোগীর বসবাস। ২০৪৫ সাল নাগাদ এটি ১৩.৭ মিলিয়ন হবে যা বিশ্বব্যাপী নবম অবস্থান। বাংলাদেশে শুধুমাত্র ২০১৭ সালেই ৯৭, ৬৪১ জনের মৃত্যুর কারণ ডায়াবেটিস।
নভো নরডিস্ক এসকেএফ ফার্মার সাথে অংশীদারীত্বের মাধ্যেমে ২০১২ সাল থেকেই বাংলাদেশে হিউম্যান ইনসুলিন তৈরি করে আসছে এবং ট্রান্সকম ডিস্ট্রিবিউশন দেশব্যাপী সরবরাহ করে আসছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ