Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন ব্যান্ড দল করলেন শিরোনামহীনের তুহিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৬ অক্টোবর শিরোনামহীন ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দলটির লিড ভোকালিস্ট তানযীর তুহিন। আড়াই মাস পর গত ১৬ ডিসেম্বর নতুন ব্যান্ড দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার নতুন ব্যান্ড দলের নাম ‘আভাস’। জনপ্রিয় এই গায়ক জানিয়েছেন, সৃষ্টিকর্তার কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন এই ব্যান্ডের যাত্রা শুরু করেছেন তিনি। তিনি বলেন, আভাস নামের নতুন ব্যান্ড দলের যাত্রা শুরু করতে যাচ্ছি। কিছু দিনের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে। নতুন এই ব্যান্ডের সদস্য সংখ্যা ৫ জন। গিটারে সুমন, বেইজ রাজু, ড্রামস রিঙ্কু, কি বোর্ডস শাওন আর ভোকালে আমি। উল্লেখ্য, তানযির তুহিন পেশায় একজন স্থপতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াকালীন ১৯৯৬ সালে শিরোনামহীন-এ যোগ দেন। তিনি গানের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ