Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডন স্কুল অফ ইংলিশ ও স্বপ্নকলার বিজয় দিবস অনুষ্ঠান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লন্ডন স্কুল অফ ইংলিশ ঢাকা ক্যাম্পাসের আয়োজনে ও স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবনের সহযোগিতায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন, কবিতা অবৃত্তি, অভিনয় ও যেমন খুশি তেমন সাজো বিষয়ে রাজধানী মহাখালীস্থ লন্ডন স্কুলের নিজস্ব ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ যোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। লন্ডন স্কুলের সভাপতি আবু শামা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের পরিচালক সাহেদুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক শাহ আলম চৌধূরী, বনানী বিদ্যানিকেতন স্কুলের অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান বাচ্চু, এটিএন নিউজের নিউজ এডিটর গিয়াস আহমেদ, স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবনের পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু, মোহাম্মদ নোমান, ফরিদ অহমাদ, মোহাম্মদ সোহেল, মোঃ তাওলাত মাহমুদ পান্না। প্রতিযোগিতা শেষে চিত্রাঙ্কনে চারটি বিভাগে ১২জন, আবৃত্তি বিভাগে ৬ জন, অভিনয়ে ৬ জন এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ