রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় ৫৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের জজর্কোটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, জেলার কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আব্দুলের ছেলে বাবর আলী (২৪) ও দেবহাটা উপজেলার নারকেলী গ্রামের মোকছেদ আলীর ছেলে আনারুল ইসলাম (২২)। রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলী আহম্মেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নম্বার বিহিন একটি ফেনসিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। পরে ওই ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নবজাতকের লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে হাসাপাতালের আমবাগান থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, কে বা কারা ওই নবজাতকের লাশটি আম বাগানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।