রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশে ক্ষতিকর খনিজ পদার্থ অ্যাজবেসটস নিষিদ্ধের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত অংশীজনদের সাথে আলোচনা সভার আয়োজন করেছে ওশি ফাউন্ডেশন। গতকাল রোববার সকালে স্থানীয় জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ও বিভাগীয় শ্রম দপ্তর-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ,চা শ্রমিক ট্রেড ইউনিয়ন,টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নেতৃবৃন্দ,চা শ্রমিক পঞ্চায়েত প্রতিনিধি, গবেষক ও শ্রম অধিকার কর্মী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওশির নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন। বাংলাদেশ জাতীয় অ্যাজবেসটস প্রোফাইলের খসড়া উপস্থাপন করেন ওশির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো.আসাদ উদ্দিন।
মুক্ত আলোচনায় অংশ নেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই’র) উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের উপ-মহাপরিচালক মো. মনিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি, বাংলাদেশ টি স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ এবং ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।