Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর চিনিকলের মৌসুমের আখমাড়াই উদ্বোধন

প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৪ এএম, ১৮ ডিসেম্বর, ২০১৭

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের ২০১৭-২০১৮ সালের আখমাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি প্রধান অতিথি হিসেবে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে ৬২তম আখমাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিএসএফআইসি’র প্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী হারেছ আলী।
এ উপলক্ষে রংপুর চিনিকলের ডোঙ্গা প্রাঙ্গণে ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কচুয়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, রংপুর চিনিকলের প্রতিষ্ঠাতা প্রয়াত কৃষিমন্ত্রী আহম্মেদ হোসেনের পুত্র গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রবীণ আখচাষী জিন্নাত আলী প্রধান প্রমূখ।
চলতি মাড়াই মৌসুমে এ চিনিকলের গেটস সাবজোনসহ ৮টি সাব-জোনের আওতায় চাষ হওয়া পাঁচ হাজার চারশ একর জমি থেকে উৎপাদিত ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় দশমিক পাঁচ শতকরা হারে আহরণ করে চার হাজার পাঁচশ’ পঞ্চাশ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ