রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে ১৫ দিন ব্যাপি শুরু হয়েছে বিজয় ও সাংস্কৃতিক মেলা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাঠাগার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রেমশ চন্দ্র সেন মেলার উদ্ভোধন করেন। এতে বিশেষ বক্তা ছিলেন প্রফেসর মনতোষ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি ও কর্নেট সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার রায়, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ও কর্নেট সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা আয়শা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও কর্নেট সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অরুনাংশু দত্ত টিটো, হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিজয় মেলা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক শামিম ফেদৌস টগর,সদর থানার তদন্ত কর্মকর্তা কফিল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবলু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিপিবি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা, বীরমুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি নুর হোসেন বাবলু, সাধারন সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম প্রবাল, বিজয় মেলা উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সদস্য সাংবাদিক জিয়াউর রহমান বকুল প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে দুপুরে বিজয় মেলা উদযাপনে একটা বর্নাঢ্য রালী শহর প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।