রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির প্রস্তুতিকালে ২টি আগ্নেয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে র্যাব-১২ ’র একটি দল গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। র্যাব-১২ কোম্পানী কমান্ডার নজিবুল ইসলাম জানান, র্যাব -১২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান সুট্যারগান, দুটি ধারালো ছোড়া, ৫টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের দানেশ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আজিজল সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪০), নন্দীগ্রাম উপজেলার বিঞ্চুপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে হাসান (৩৮), সলঙ্গা থানার রয়হাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা (৪২) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।