রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : শিক্ষাকে জাতীয় করণের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি। গতকাল রোববার দুপুরে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের খোলা মঞ্চে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ররিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মহাসচিব মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি বিপ্লব কান্তি দাস, সাঈদুল হাসান সেলিম, যুগ্ম মহাচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, জি.এম শাওন,সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী মানবতার মাতা। পরম মমতাময়ী। তিনি পদ্মাসেতু সহ বাংলাদেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে এ দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন। দেশকে সত্যিকারের উন্নত ও সমৃদ্ধ করতে শিক্ষাকে জাতীয় করণের বিকল্প নেই। তাই আমরা শিক্ষাকে জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি । এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ৬৪ টি জেলা ও দেশের সব উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।