রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে লেখক পল্লী ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাংগা গ্রামে এই ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। কবি অনিকেত শামীমের সভাপতিত্বে শিহাব শাহরিয়ার ও কুতুব হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও লেখক কাজী রোজী এমপি, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ। লেখক পল্লী ফাউন্ডেশনের সভাপতি কবি অনিকেত শামীম বলেন, সরকারী বন্দোবস্ত প্রাপ্ত প্রায় ৩৪ একর জমির উপর লেখক পল্লী ফাউন্ডেশনের কাজ শুরু হবে। এখানে কবিদের বাসস্থান নির্মাণ, সংগ্রহ শালা, ক্রিয়েটিভ স্কুল তৈরী করে এলাকার ছেলে মেয়েদের গান, নাচ ও বিভিন্ন ধরনের সংস্কৃতি শেখানো হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট লেখকদের এনে থাকা খাওয়ার ব্যবস্থা করে ১৫দিনের একটি কোর্সের ব্যবস্থা করবে লেখক পল্লী ফাউন্ডেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।