বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহান বিজয় দিবসের আগের রাতে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা, তার স্ত্রী ও এক মেয়ে মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কয়রা গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল হকের সাথে একই গ্রামের আব্দুল জব্বার ও আব্দুল হান্নানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শহীদুল হক (৭০) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৬০) এবং মেয়ে শরীফা আক্তার (৪০) গত শুক্রবার রাত নয়টার দিকে কলমাকান্দার পালপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে কয়রা নদীর পাড়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় তারা তিন জনই মারাত্মক আহত হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলায় আহত হওয়া মুক্তিযোদ্ধা শহীদুল হক শনিবার বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এখবর ছড়িয়ে পড়লে বিজয় দিবসে কলমাকান্দায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা স্থানীয় প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর এ বর্বোরোচিত হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।