বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : বিজয় দিবসের সুযোগ কাজে লাগিয়ে ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বেশকয়েকটি সরকারি কাঠাঁল গাছ কাটা হয়। স্থানীয়রা জানান, ক্ষমতার প্রভাব দেখিয়ে গড়েয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম মানিক তার লোকজন নিয়ে গাছ কাটেন। এছাড়া গতকাল একই ওয়ার্ডের গন্ডাপাড়া গ্রামের রাস্তার প্রায় ২০-২৫ গাছ কেটে বিক্রি করে। আর এসব গাছ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদের উপস্থিতিতে কর্তন করা হয়। আমরা প্রতিবাদ করলে উল্টো শাসানো হয় আমাদের। ওয়ার্ড কাউন্সিলর মজিদ জানান, ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা জানান, আমি বিষয়টি খতিয়ে দেখবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।