Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারাকাহ ফাউন্ডেশনের ৩ হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে বারাকাহ ফাউন্ডেশনের আওতাধীন তিনটি হাসপাতালে এক সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজারে ২৫০জন, বারাকাহ জেনারেল হাসপাতাল রাজারবাগে ১০০জন, বারাকাহ হাসপাতাল মদনপুরে ৩৫০জন রোগী চিকিৎসা পত্র গ্রহন করেন। আগ্রহীদের বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা এবং পরীক্ষা-নিরীক্ষায় ৫০শতাংশ ছাড় দেয়া হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চীফ এক্সজিকিউটিভ প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা পরামর্শ দেন প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান খান, প্রফেসর ডা. মাজহারুল হক খান, প্রফেসর ডা. এহতেশামুল হক, প্রফেসর ডা. সোলেমান ছিদ্দিক ভূইয়া, প্রফেসর ডা. আবদুল লতিফ মোল্লা সহ ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক। ফাউন্ডেশনের চীফ এক্সজিকিউটিভ প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম জানান মানুষকে সচেতন করতে পারলে ও যথাযথ রেফারেল সিষ্টেম চালু হলে স্বাস্থ ঝুকি থেকে অনেক খানি মুক্ত থাকা যাবে। আর এজন্য প্রয়োজন জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ক্যাম্প উপলক্ষে মাইকিং, লিফলেট বিতরন. ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ