Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পীরগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ১১ : গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়িতে গতকাল শনিবার সকাল ১০ টায় মহান বিজয় দিবসের র‌্যালীতে আকস্মিকভাবে হামলা চালানো হলে আওয়ামীলীগের বিবদমান দু’দলের এক সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় ভেন্ডাবাড়ী বন্দর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিজয় র‌্যালীতে যোগদানকৃত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা ছুটোছুটি থাকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত সভাপতি আব্দুল হালিম মিয়ার দলীয় কার্যালয় ভাংচুর করে। এরপর অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সদ্য বহিস্কৃত সম্পাদক রেজাউল করিম পঁচা, ছাত্রলীগ নেতা তাইফুল ইসলাম ও লাইজু মিয়া নামের আ’লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের নির্বাচিত সভাপতি আব্দুল হালিম মিয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম পঁচাকে উপজেলা আওয়ামী লীগ বহিস্কার করে। দলীয় কার্যক্রম পরিচালনার জন্য শহিদুল ইসলামকে আহŸায়ক, সাবেক চেয়ারম্যান মন্জুর হোসেন মন্ডল ও শহিদুল ইসলাম লালকে যুগ্ম আহŸায়ক করে কমিটি গঠন করা হয়। ফলে মুলত ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগ বিভক্ত হয়। দু’পক্ষেই নিজেদের বৈধ দাবি করে পৃথক পৃথক দলীয় কার্যালয় খুলে পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছিল। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশান্ত সরকার জানান,গত শনিবার সকালে আহŸায়ক কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালী ভেন্ডাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় বহিস্কৃত সাধারণ সম্পাদক রেজাউল করিম পঁচা ও তার নেতাকর্মীরা র‌্যালীতে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে যুগ্ম আহŸায়ক মন্জুর হোসেন মন্ডলসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ