Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাইলস-এর প্রতি শাফিন আহমেদের আইনি নোটিশ

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনেদান রিপোর্ট: জনপ্রিয় ব্যান্ড দল মাইলস-এ ভাঙন ধরেছে। শোনা যাচ্ছে, প্রধান ভোকাল শাফিন আহমেদ নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যান্ড থেকে। মাইলসের অন্য সদস্যদের প্রতি আইনি নোটিশ পাঠানোর মধ্য দিয়ে দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন। গত বৃহ¯পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা জামাল পাশার মাধ্যমে তিনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে জানানো হয়, মাইলসের কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা একমাত্র তার। মতের অমিল থাকার কথা বলে তিনি মাইলসকে সব ধরনের কনসার্ট থেকেও বিরত থাকতে বলেছেন। স¤প্রতি তাকে ছাড়াই ব্যান্ডটি স্টেজে শো করছে যা স¤পূর্ণ বেআইনি। মাইলস ব্যান্ডের সকল শো বন্ধ করাসহ সংশ্লিষ্ট সকলকে ব্যান্ডের সাথে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে নোটিশে। তা না হলে মাইলস-এর বিরুদ্ধে যেকোনো আইনি ব্যবস্থা নেবেন শাফিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ