বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে লাগতার আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচী শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রƒয় গ্রন্থাগারের সামনে ‘রাকসু আন্দোলন মঞ্চ’ এর ব্যনারে গণসাক্ষর কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচি চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাকসু নির্বাচনের দাবিতে মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণের মাধ্যমে আন্দোলন শুরু করে ‘রাকসু আন্দোলন মঞ্চ এর কর্মীরা।
গণসাক্ষর কর্মসূচীর শুরুতে বক্তব্য দেন ‘রাকসু আন্দোলন মঞ্চ’র কর্মী এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী সজীব কুমার সরকার। তিনি বলেন, রাকসু নির্বাচনের দাবীতে আমাদের এই গণসাক্ষর কর্মসূচী চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচি শেষে আমরা গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি নিয়ে মাননীয় ভিসির কাছে যাবো। এরপর রাকসু নির্বাচনের বিষয়ে ভিসির বক্তব্যের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এসময় তিনি এই আন্দোলন কর্মসূিচতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।