রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাজ উদ্দীন লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে : লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী রুমে চিকিৎসদের চেয়ারে বসে বসে রোগী দেখছেন হাসপাতালের ডেন্টাল টেকনোলজিষ্ট অজয় কুমার ধর। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা যায়। রীতিমত বিশেষজ্ঞ ডাক্তারদের মত নিয়মিত ডাক্তারের চেয়ারে বসে রোগী দেখছিলেন ও ব্যবস্থাত্র লিখছিলেন। অথচ কোন ডাক্তারকে পাওয়া যায়নি। এমনকি এই প্রতিবেদকের চিকিৎসাপত্রও সেখানে বসেই অজয় কুমার ধর নিজ হাতে লিখেন। ডাক্তারের বদলে তিনি কেন সেখানে বসে রোগী দেখছেন জানতে চাইলে টেকনোলজিষ্ট অজয় কুমার ধর বলেন, এটা আমাকে জিজ্ঞেস না করে হানিফ স্যারকে বলেন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ এর কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। জরুরী মিটিংয়ে তিনি শহরে আছেন জানতে পেরে তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দাবী করেন, চিকিৎসক তো আছেন। অজয় কুমার ধর মেডিকেল এসিষ্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের যেখানে ১১ জন এসিষ্ট্যান্ট দরকার সেখানে আছে মাত্র ১ জন। তাই প্রয়োজনে তাদেরকে এসিষ্ট্যান্ট হিসেবে কাজে লাগিয়ে থাকেন বলে তিনি জানান। এলাকাবাসীর অভিযোগ অজয়কুমার ধর প্রায়ই ইমার্জেন্সী রুমে এই চেয়ারে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসা দেবার সময় তিনি বিশেষ করে দাতের সমস্যা নিয়ে আসা রোগীদের কাছে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে লোাহগাড়া উপজেলা সদরে তার চেম্বারে যাবার সুপারিশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।