Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে প্রতিবন্ধী মিঠুর স্বপ্ন শিক্ষক হওয়া

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : চোখে মুখে স্বপ্নের ঝিলিক। বড় হয়ে শিক্ষক হব। সব শিশুদের মতো প্রতিদিন বিদ্যালয়ে আসে। তবে পায়ে হেটে নয়। হুইল চেয়ারে বসে। জন্ম থেকেই দু’পায়ের উপর ভর করে দাড়াতে পারে না, তবুও যেন অদম্য সে। গত বুধবার উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা শিশু মিঠু সরকারের সাথে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ঢুকতেই সব শিশুদের সাথে সেও অভ্যর্থনা জানায়। কিন্তু দৃষ্টি আটকে যায় তার উপর। হাস্যজ্জ্বল মিঠুর যেন কোন আক্ষেপ নেই কারোর উপর। জিজ্ঞাসা করতে সে জানান, বিদ্যালয় থেকে দেড় কিলোমিটার পথ হুইল চেয়ারে বসে নিজেই চালিয়ে প্রতিদিন স্কুলে আসে। স্যারও তাকে খুব আদর করে। বাবা আবু তৈয়ব ঢাকার একটা গার্মেন্টসে চাকরি করে, আর মা ময়না বেগম গৃহিণী। বিদ্যালয় সংলগ্ন আপুয়ার খাতা গ্রামে তাদের বাড়ী। ঐ ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, ছেলেটি শিশুকাল থেকেই প্রতিবন্ধি ও বহুমূত্র রোগে আক্রান্ত। চিকিৎসা করার সামর্থও নেই শিশুটির পরিবারের। হুইল চেয়ারটিও পুরাতন হওয়ায় কষ্ট করে তাকে স্কুলে আসতে হয়। বড় ভাই মাসুদ রানা এইচএসসিতে পড়াশুনা করছে। আর ৫ বছরের রিনি প্রি-প্রাইমারীতে পড়ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ইউএসএআইডি অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রিড প্রকল্পের কার্যক্রম চলছে জানুয়ারী মাস থেকে। শিক্ষার্থীদের বাংলা পড়ার দক্ষতা বৃদ্ধিতে কাজ করে প্রকল্পটি। শিক্ষার্থীদের পড়ার অভ্যাস তৈরি করতে গল্পের বই পড়ানো হয়। সেইসাথে বুক কাপ্টেন প্রতি বুধবার শিক্ষার্থীদের মাঝে গল্পের বই বিতরণ করে থাকে। এসব গল্পের বই বাড়ীতে এনে পড়ে তা জমা দিয়ে আবার নতুন গল্পের বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী এখন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের গল্প বলতে পারে।
শিক্ষার্থীরা জানান, বই পড়তে আমাদের এখন খুব ভাল লাগে। রিড প্রকল্পের ক্লাসরুম এসিস্ট্যান্স ও টেকনিক্যাল অফিসার বিদ্যালয়ে এসে আমাদের খোঁজ-খবর নেয় এবং কঠিন শব্দ উচ্চারনের কৌশল শিখিয়ে দেয়। আমরা এখন বইয়ের পাঠ ভাল ভাবে পড়তে পারি। এসময় হাত উঁচু করে দাড়িয়ে মিঠু শিক্ষক হবার স্বপ্ন জানান সবাইকে। সবাই হতভম্ব । মহুর্তেই নিরব হয়ে যায় ক্লাশরুম। সবার চোখ ছলছল করতে থাকে। কয়েক মহুর্ত শব্দহীন নীরবতা। পারবে তো মিঠু, শিক্ষক হতে? মিঠু তুমি প্রতিবন্ধিতার সকল বাধা জয় করে,এগিয়ে যাও তোমার স্বপ্ন পূরণে। স্যালুট মিঠু তোমাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ