Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটের একটি পন্টুন ৫ মাস অকেজো

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরী ঘাটের একটি পল্টুন দীর্ঘ ৫ মাস যাবত অকোজো হয়ে পড়ে আছে। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
কৃর্তপক্ষের এই উদাসীনতার কারণে একটি মাত্র সিঁড়ির অভাবে পল্টুনটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে দুটি পল্টুনই চিরতরে বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
জানা গেছে, বি,বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যোগাযোগের এক মাত্র অবলম্বন বিশনন্দী ফেরী ঘাট। দুটি ফেরীর মাধ্যমে বৃহত্তর মেঘনা নদী পাড়ি দিয়ে দুই জেলার মধ্যে একটি সেতু বন্ধন তৈরী হয়েছে। এই দুই জেলাসহ আশে-পাশের কয়েক জেলার হাজার হাজার যাত্রী এ ফেরী দুটির মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। কিন্তু ফেরী দুটিও আজ জরাজীর্ণ অবসন্থায় ঝুকি নিয়ে চলাচল করছে। ফেরীতে উঠাÑ নামার সহায়ক হিসেবে কাজ করে দুটি পল্টুন । আর পল্টুন দিয়ে ফেরীতে উঠার জন্য দরকার একটি মাত্র সিঁড়ি। দীর্ঘ প্রায় ৫ মাস যাবত সিঁড়িটি না থাকায় পল্টুনটি কোন কাজেই আসছে না। ফলে অতিরিক্ত চপে পড়ে অপরটি পল্টুনটি ও বিকল হওয়ার পথে।
ফেরী ঘাটের ইজারাদার মাহাবুব জানান, পল্টুনটি মেরামত না করায় সরকারের কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে। সেই সাথে পল্টুনের সামনের জায়গা গুলো অবৈধ ভাবে দখল হয়ে যচ্ছে স্থানীয় লোকজনের দ্বারা। অপর দিকে যাত্রীরা জানায়, দুটি ফেরী দিয়ে চলছে বিশনন্দী ফেরী ঘাট। বর্তমানে দুটি ফেরীই ঝুঁকি পুর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল্লাহ জানান, এ ব্যাপারে উপ বিভাগীয় প্রকৌশলীর ছাত্তার সাহেবের সাথে কথা বলেন। বিভাগীয় প্রকৌশলী আঃ সাত্তার মিয়া মুঠাফোনের কল সিরিভ করেনি।
উপসহকারী প্রকৌশলী আহসানউল্লাহ মজুমদার ফেরীর সমস্যার কথা স্বীকার করে জানান, ফেরী দুটির সমস্যা সম্পর্কে নজর দেয়া হচ্ছে। আশা করি কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ