Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সময় এসেছে রফতানি বৈচিত্র্যকরণের

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য বাড়াতে হলে বাংলাদেশকে বাণিজ্যকারী সংশ্লিষ্ট দেশগুলোর আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি পারস্পরিক বিশ্বাস তৈরি করার ওপরও জোর দিতে হবে। বিনিয়োগকারীরা যাতে সহজেই বাংলাদেশকে বিনিয়োগের উর্বর ভূমি মনে করে সেজন্য বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ইমেজ তৈরি করতে হবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ এবং ফ্রাঙ্কোফনি দেশগুলোর মধ্যে বাণিজ্য : সুযোগ ও করণীয়’ শীর্ষক সেমিনারে ফান্স, কানাডা ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা বাংলাদেশের প্রতি এসব পরামর্শ রাখেন। ক্যানচেম-বাংলাদেশ, ফ্রান্স-বাংলাদেশ এবং সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে পৃথক দুটি নিবন্ধ উপস্থাপন করে বাংলাদেশের সঙ্গে দেশগুলোর বাণিজ্য পরিস্থিতি তুলে ধরেন ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি সৌম্য দত্ত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ। এছাড়া কানাডার রাষ্ট্রদূত বেনোইট পিয়েরে লারামি, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট এবং ক্যানচেম প্রেসিডেন্ট মাসুদ রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ডেভিড ল্যাজিয়ান। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ বলেন, বাণিজ্য বাড়াতে হলে ক্রেতাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। বিশে^ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। যেন তাদের বিশ্বাস হয়, বাংলাদেশ সত্যিকার অর্থেই ব্যবসা-বাণিজ্যের উর্বর ভূমি। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত যা অবস্থা -বিশ্বে তার ইমেজ এর চেয়ে বেশি খারাপ। তাই প্রকৃত অবস্থা তুলে ধরতে হবে। এ জন্য সুইজারল্যান্ডসহ অন্য দেশগুলোতে সেমিনার আয়োজনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব সেমিনারে এসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেয়া দরকার। কারণ বাংলাদেশের এসএমই খাতে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বিশ্ববাসীকে জানানো প্রয়োজন। এক প্রশ্নের জবাবে ক্রিশ্চিয়ান ফচ বলেন, বিশ্বায়নের কারণে বাণিজ্যে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই শিল্প কারখানাকে পরিবেশবান্ধব ও শ্রমিকবান্ধব হওয়ার পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। বাংলাদেশে ন্যূনতম সাধারণ দক্ষতা বাড়াতে উন্নত দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন তিনি। ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর জন্য বিনিয়োগ বোর্ডের উদ্যোগে ইমেজ বৃদ্ধিমূলক কর্মসূচি হাতে নেয়ার পাশাপাশি দুর্নীতি কমানোর পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সময় এসেছে রফতানি বৈচিত্র্যকরণের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ