বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ডাকাত ধরতে না পারলেও দা দিয়ে কোপ দিয়ে ডাকাতের ৩ আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে গৃহকর্তা সিরাজুল ইসলাম। আঙ্গুল হারিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে আঙ্গুহারা আহত ডাকাতসহ গোটা ডাকাতদল। গত মঙ্গলবার গভীর রাতে মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে রাজবলভকান্দী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত মনোহরদী উপজেলার রাজবলভকান্দী গ্রামে সিরাজুল ইসলামের বাড়ীতে হানা দেয়। এসময় ডাকাতরা সিরাজুল ইসলামের ঘরে প্রবেশের চেষ্টা করলে গৃহকর্তা সিরাজুল ইসলাম ঘটনাটি টের পেয়ে যায়। এ অবস্থায় নিজেদেরকে ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য গৃহকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রী দরজার দুই পাশে দা নিয়ে দাঁড়িয়ে থাকে। একজন ডাকাত শাবল দিয়ে টিনের বেড়া ফাঁক করে ভিতরে হাত ঢুকিয়ে দরজার খিল খোলার চেষ্টা করতে থাকে। এ সময় গৃহকর্তা সিরাজুল ইসলাম তার হাতে থাকা দা দিয়ে ডাকাতের হাতে সজোরে কোপ মারলে ডাকাতের বাম হাতের তর্জনী, মধ্যমা এবং অনামিকা নামের ৩টি আঙ্গুল কেটে আলগা হয়ে মাটিতে পড়ে যায়। এসময় অন্য ডাকাতরা এসে সিরাজুল ইসলামের ঘরে গুলিবর্ষণ করে। গৃহকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রী দরজার দুই পাশে দন্ডায়মান থাকায় ডাকাতদের গুলি তাদের গায়ে লাগেনি। ডাকাতদের গুলির আওয়াজে আশেপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় পথিমধ্যে তাজুল ইসলাম নামে এক লোককে সামনে পেয়ে তাকে বেদম মারধোর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন ৩টি আঙ্গুল জব্ধ করে থানায় নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।