বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে বরিশালে বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের তরফ থেকেও শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. একেএম মাহবুব হাসান সহ শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সংগঠন। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ এমপি ও মাহববুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, মহিলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, বাসদ সহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।