Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঝগ্রাম-ঢালারচর রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুরশাদ সুবহানী, পাবনা থেকে : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবনার মাঝগ্রাম-ঢালারচর রেলপথে পরীক্ষা মূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। পাবনার মাজগ্রাম-ঢালারচর রেল প্রকল্পের মাজগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮ দশমিক ৮ কিলোমিটার রেলপথ প্রকল্পের প্রথম পর্যায়ে পাবনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ শেষে প্রথম পরীক্ষামুলক ট্রেন চলাচল করেছে। ট্রেনে এসেছে পাবনা রেল স্টেশনে।
গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে আসা পরীক্ষামুলক ট্রেনটি বেলা ১১ সোয়া দিকে পাবনা স্টেশনে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসক রেখা রানী বালো ট্রেনে আসা রেল কর্মকর্তাদের স্বাগত জানান। এক ঘন্টা পরে বেলা ১২টায় দিকে পাবনা থেকে ট্রেনটি আবার ঈশ্বরদী স্টেশনে ফিরে যায়। এ ব্যাপারে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে ৩০ সদস্যের একটি টিম নিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করে ট্রেনটি। ঘন্টায় ৯৬ কিলোমিটার গতিতে ঈশ্বরদী থেকে পাবনা আসতে পরীক্ষামূলক ট্রেনেটির সময় লাগে ৪০ মিনিট কয়েক সেকেন্ড।

সান্তাহারে ১ মৎস্য ব্যবসায়ী ১০ দিন ধরে নিখোঁজ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার শহর পার্শ্ববর্তী দমদমা গ্রামের আব্দুস সাত্তার (৬৫) নামের এক মৎস্য ব্যবসায়ি ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন এলাকায় খোঁজা খুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি নিখোঁজ হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরা। পিতার কোন সন্ধান না তার ছেলে আতাউর রহমান গত সোমবার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার একজন মৎস্য ব্যবসায়ি। পাতিলে মাছের পোনা নিয়ে সে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে। গত বুধবার বিকেলে সে তার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ