Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাবের শেষ পাতায় গত ২৯ নভেম্বর বুধবার ‘সিলেটে বিমানবন্দর সড়কের একটি জমির মালিকানা নিয়ে বিরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন সাবেক এমপি কলিম উদ্দিন মিলনের স্ত্রীর পক্ষে এডভোকেট বিনয় ভ‚ষণ দাস। বিনয় ভ‚ষণ দাস বলেন, এস,এ ৮২নং খতিয়ানের ২৭০১ দাগের এস,এ মালিক হতে এবং ২৭৭নং খতিয়ানের ২৭০২নং দাগের এস,এ মালিকের প্রকৃত উত্তরাধীকারি হতে ক্রমিক হস্তান্তর সূত্রে মালিক স্বত্ববান ও দখলকার নাজির আহমদ, পিতা মরহুম আরজুমন্দ আলী, সাকিন- ৯/এ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা -এর সহিত বিগত ৬ অক্টোবর ২০১৬ইং তারিখে ফেরদৌসি বেগম হেনা গং ব্যক্তিগণ এক বায়নানামা চুক্তিতে আবদ্দ হয়ে বিগত ১৬ অক্টোবর ২০১৬ইং তারিখে ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি প্রচার করেন এবং নিম্ন তফসিল বর্ণিত ভ‚মিতে বায়নামা চুক্তি সম্পর্কিত একখানা সাইনবোর্ড বসান। বর্ণিত আইনগত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কেউ কোনরূপ ওজর-আপত্তি বা দাবি-দাওয়া না করায় দীর্ঘদিন অপেক্ষা করে বিগত ৯ ফেব্রুয়ারি ২০১৭ইং তারিখে একখন্ড রিজেস্টারি সাফকবলা দলিল মূলে নিম্ন তফসিল বর্ণিত ভ‚মি খরিদ করে যথারীতি বি,এস জরিপে কারো আপত্তি ব্যাতিরেকে রেকর্ড করে এবং নামজারী করে সরকারী রাজস্ব পরিশোধ করে নিজ মামে সাইনবোর্ড বসিয়ে উক্ত ভ‚মির উন্নয়ন সাধন করে পূর্ববর্তীর অনুরূপ সম্পূর্ণ নিস্কন্টক ভাবে ভোগ দখলকার বিদ্যমান রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ