Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএইচপি অটোমোবাইলস গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার আইপিডিসি’র

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, স¤প্রতি পিএইচপি অটোমোবাইলস লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। চট্টগ্রামের খুলশীতে অবস্থিত পিএইচপি সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এই চুক্তির মাধ্যমে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড কোনো রকম প্রসেসিং ফি এবং রি-পেমেন্ট ফি ছাড়াই কার্ড রেট-এ ১ দশমিক ২৫ শতাংশ ইন্টারেস্ট রেট ডিসকাউন্ট দিচ্ছে। এই চুক্তির অধীনে আইপিডিসি’র গ্রাহকরা পিএইচপি অটোমোবাইলস থেকে গাড়ি কিনলে ১০০শতাংশ পর্যন্ত লোন পেতে পারেন। এছাড়াও অটো লোন সংক্রান্ত যেকোন বিষয় তদারকি করার জন্য আইপিডিসি’র পক্ষ থেকে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, ডিএমডি ও হেড অব রিটেইল এন্ড বিজনেস এ এফ এম বরকতুল্লাহ, জিএম ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান ডি শামস, হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেড-এর পক্ষ থেকে পিএইচপি ফ্যামিলি-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসীন, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেইন, পিএইচপি অটোমোবাইলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার পারভেজ ও পিএইচপি ফ্যামিলি-এর হেড অব ফাইন্যান্স সৈয়দ মোহাম্মদ রাশেদুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ